September 8, 2022

NR INDIA NEWS

News for all

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমির দরগায় পৌঁছে দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক ও শান্তি কামনা করেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমির দরগায় পৌঁছে দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক ও শান্তি কামনা করেন।          রিপোর্ট সাজিদুল ইসলাম, বাংলাদেশ।
আজমির: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে আজমীরে পৌঁছেছেন, যেখানে তিনি আজমির শরীফ দরগায় নামাজ আদায় করেছেন এবং সন্ধ্যায় জয়পুর থেকে ফেরার কথা ছিল।  এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিনিধিদল নিয়ে একটি বিশেষ বিমানে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।বিমানবন্দর সূত্রে জানা গেছে, হাসিনাকে স্বাগত জানান রাজ্যের শিক্ষামন্ত্রী বিডি কাল্লা ও উচ্চপদস্থ কর্মকর্তারা।  প্রতিনিধিদলটি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কিছুক্ষণ অবস্থান করে, এরপর কনভয়টি সড়কপথে আজমিরের উদ্দেশে রওনা হয়।  হাসিনা সেখানে খাজা সাহেবের দরগায় থাকতেন।
আজমিরে গরীবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হাসান চিশতির বিশ্ববিখ্যাত দরগায় আজ ৯ ঘণ্টাও প্রবেশ করা যায়নি।  আজমির জেলা প্রশাসন নিরাপত্তার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাজার পরিদর্শনের সময় সকাল ৮টায় মাজারে প্রবেশ নিষিদ্ধ করে দরগা এলাকাটি খালি করে দিয়েছিল।

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.